রহমত নিউজ 26 July, 2025 08:23 PM
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পবিত্র কুরআনের পরিপন্থী কোনো আইন মানুষ মেনে নেবে না, সেটি যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন। শুধু এ সরকার নয়, ভবিষ্যতে যারাই এমন আইন প্রণয়নের চেষ্টা করবে, দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।
তিনি বলেন, আমি একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি। সংসদেও তাদের সক্রিয় ভূমিকা দরকার। শুধু স্লোগান দিলেই হবে না। জুলাই বিপ্লবের পর যে নতুন সুযোগ এসেছে, তা আলেমদের কাজে লাগাতে হবে। দেশে কোন ধরনের আইন কার্যকর হবে, সেটি আলেম সমাজকেই নির্ধারণ করতে হবে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জোনাকি কনভেনশন হলে অনুষ্ঠিত “মাশায়েখে বাংলাদেশের অবদান ও করণীয়” শীর্ষক জাতীয় কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।
আলোচনায় বিগত সরকারগুলোর সময় আলেমদের বিভিন্নভাবে বঞ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, এই অবস্থা শুধু বর্তমান সরকারের নয়, ভবিষ্যতের কোনো সরকার কুরআনবিরোধী আইন প্রণয়নের চেষ্টা করলে, জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
অনুষ্ঠানে “৩১৩ মাশায়েখে বাংলাদেশ” শীর্ষক ১১৫২ পৃষ্ঠার একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।